fbpx

স্টেডিয়ামে বোমা বিস্ফোরণে অন্তত ১০জন নিহত

আফগানিস্তানের একটি স্টেডিয়ামে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ১০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। শুক্রবার রাতে জালালাবাদের পূর্ব শহরে এ ঘটনা ঘটে।

আফগানিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ১০ জন নিহতের খবর দিয়েছে ইস্তান্বুলভিত্তিক গণমাধ্যম টিআরটিওয়ার্ল্ড ডটকম। তবে প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরী বলেন, শহরের ফুটবল স্টেডিয়ামে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। এ সময় দুটি রকেটের মাধ্যমে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত এবং ৫০জন আহত হয়েছেন। খবর এনডিটিভির।

নঙ্গরহার প্রাদেশিক কাউন্সিলের প্রধান আহমদ আলী হযরত বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন। এছাড়া নঙ্গরহার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগইয়ানি বলেন, ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় আট জন নিহত এবং ৪৩জন আহত হয়েছেন। তবে এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি। নঙ্গরহার প্রদেশটি পাকিস্তান সীমান্তে অবস্থিত। গত সপ্তাহে জালালাবাদে আইএস এর বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়।

 

currentbdnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *