fbpx

ট্রেন দুর্ঘটনা:

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে নিহত চার

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।রোববার দুপুরের দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা আসছিল জামালপুর কমিউটার ট্রেন। টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছলে সিগন্যালের ভুলে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়।

এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পাশের লাইনে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। টঙ্গী থানার ওসি কামাল হোসেন যুগান্তরকে বলেন, আহত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর রহমান যুগান্তরকে জানান, ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছেন।

 

currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *