fbpx

৮ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮

সার্ক উৎসবে সেরা চলচ্চিত্র তৌকীর আহমেদের “হালদা”

২২ মে থেকে শ্রীলংকার রাজধানী কলম্বোতে শুরু হয়েছিলো ৮ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮। পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে যে উৎসবের পর্দা নামলো রবিবার সন্ধ্যায়। আর এই চলচ্চিত্র উৎসবে বাজিমাৎ করেছে তৌকীর আহমেদের প্রশংসিত চলচ্চিত্র ‘হালদা’।

৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে শ্রীলংকাতে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রটি প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট চার বিভাগে পুরস্কার অর্জন করে। রবিবার রাত ১১টার দিকে ‘হালদা’ চলচ্চিত্রের অফিশিয়াল ফেসবুক পেইজে তৌকীর আহমেদের এমন অর্জনের কথা জানানো হয়।

শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ আবহ সংগীত বিভাগে পুরস্কার অর্জন করেন তৌকীর। তার এমন অর্জনে অভিনেত্রী ও সহধর্মিনী বিপাশা হায়াত, অভিনেত্রী রুনা খানসহ অনেকেই সোশাল মিডিয়ায় তৌকীর আহমেদকে অভিনন্দন জানান। সার্কে এবারই প্রথম নয়, গেল বছরে ৭ম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার অর্জন করেছিলেন তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি দেশের মানুষের কাছেও ব্যাপক প্রশংসা অর্জন করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *