fbpx

শেয়ারবাজারে বড় দরপতন

শেয়ারবাজারে বড় দরপতন

শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে ডিএসইর সূচক কমেছে ৭১ পয়েন্ট। আর বাজার মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা। কমেছে লেনদেনও।

সংশ্লিষ্টরা বলছেন, আগামী মুদ্রানীতিতে ঋণ লাগাম টেনে ধরা হবে, অর্থমন্ত্রীর এ ধরনের বক্তব্য ছড়িয়ে পড়লে বাজারে পতন শুরু হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে- ডিএসইতে রোববার ৩৩৩টি কোম্পানির ৮ কোটি ৮২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩৫৯ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ২৬৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ৭১. ৮ পয়েন্ট কমে ৬ হাজার ১৪৪.৭২ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ২৩. ৫৪ পয়েন্ট কমে ২ হাজার ২৮১. ১৫ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসই শরিয়াহ সূচক ১৭. ৮৯ পয়েন্ট কমে ১ হাজার ৪১৩.৫৫ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৪ লাখ ২২ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, রোববার দুপুরে এক অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী বছরে দেশে কালো টাকা ছড়িয়ে পড়তে পারে। এ কারণে ঋণ বিতরণ কমানো উচিত। এ কারণে এডি রেশিওর (আমানতের বিপরীতে ঋণ বিতরণের অনুপাত) ব্যাপারে নজর দিতে (কমাতে) হবে। এরপরই বাজারে পতন শুরু হয়। আর লেনদেনের শেষ সময় পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল।

শীর্ষ ১০ কোম্পানি:

রোববার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার, গ্রামীণফোন, প্যারামাউন্ট টেক্সটাইল, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বিবিএস ক্যাবল, বিডি ফাইন্যান্স এবং মুন্নু সিরামিকস।

ডিএসইতে রোববার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল- জিএসপি ফাইন্যান্স, হা-ওয়েল টেক্সটাইল, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড-১, প্রাইম ব্যাংক আইসিবি প্রথম মিউচুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড ইসলামী মিউচুয়াল ফান্ড -১, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, আইসিবি এসেট ম্যানেজমেন্ট সোনালী ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, শাহজালাল ইসলামী ব্যাংক, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- ন্যাশনাল পলিমার, ফাইন ফুডস, লিগ্যাসী ফুটওয়্যার, বার্জার পেইন্ট, দেশবন্ধু পলিমার, সেন্টাল ফার্মা, ইস্টার্ন ক্যাবলস, মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিল, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং উসমানিয়া গ্লাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *