fbpx

মোহাম্মদ সালাহর বিশ্বকাপ স্বপ্ন শেষ

লিভারপুল ফরোর্য়াড মোহাম্মদ সালাহর বিশ্বকাপ স্বপ্ন শেষ।

প্রথমবারের মতো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার সৌভাগ্য হচ্ছেনা মিশরের রাজা খ্যাত এই তারকার।শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাধে চোট পাবার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ২৫ বছর বয়সী এই তারকা।ম্যাচেরর বিরতির সময় ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার বিটি স্পোর্টসকে বিষয়টি নিশ্চিত করেছেন।আগামী ১৪ জুন রাশিয়া শুরু হচ্ছে বিশ্বকাপের ২১তম আসরা।

প্রাথমিকভাবে জানাগেছে মোহাম্মদ সালাহর কাধের চোট সাড়তে প্রায় ১২-১৬ সপ্তাহ লাগতে পারে। ইউরোপ সেরার লড়াইয়ে এদিন রিয়ালের বিপক্ষে ৩-১ গোলে হারতে হয়েছে লিভারপুলকে। স্প্যানিশ ক্লাবটির হয়ে গ্যারেথ বেল দুটি ও করিম বেনজামা একটি গোল করেন। অলরেডদের পক্ষে একটি গোল করেন সাদিও মানে।

ইংলিশ ক্লাবটির হয়ে মৌসুমে সর্বোচ্চ গোল দেয়া সালাহ লস ব্ল্যাঙ্কোস অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে ২৮ মিনিটে ধাক্কা খেয়ে মাটিতে গড়িয়ে পড়েন।মাঠের বাইরে চলে যাবার পর ফের নামেন। খেলা শুরু হবার ২ মিনিট পর একাই মাটিতে পড়ে যান। এর পর মাঠ ছাড়তে হয় প্রতিভান এই ফুটবলারকে।আফ্রিকা অঞ্চলের হয়ে মিশরকে একক নৈপুণ্যে বিশ্বকাপের মূল মঞ্চে নিয়ে আসেন সালাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *