fbpx

বিপিএল ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাওয়া ক্রিকেটার দাম

র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। সাতটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করল।

এক নজরে প্লেয়ার ড্রাফট থেকে দল পাওয়া ক্রিকেটার দাম-

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ড্রাফট থেকে কেনা ক্রিকেটারদের দাম-

দেশি: আবু হায়দার রনি (২৫ লাখ), এনামুল হক বিজয় (২৫ লাখ), মেহেদি হাসান (১৮ লাখ), জিয়াউর রহমান (১২ লাখ), মোশারফ হোসেন রুবেল (১২ লাখ), মোহাম্মদ শহীদ (১২ লাখ), শামসুর রহমান (১২ লাখ), সঞ্জিত সাহা (৮ লাখ)।

বিদেশি: শহিদ আফ্রিদি (২ লাখ ইউএস ডলার/ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা), এভিন লুইস (২ লাখ ইউএস ডলার/ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা), থিসারা পেরেরা (১ লাখ ৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা), আমির ইয়ামিন (৩০ হাজার ইউএস ডলার/ প্রায় ২৫ লাখ টাকা)।

রংপুর রাইডার্সের ড্রাফট থেকে কেনা ক্রিকেটারদের দাম-

দেশিঃ শফিউল ইসলাম (২৫ লাখ), ফরহাদ রেজা (১৮ লাখ), আবুল হাসান রাজু (১৮ লাখ), মেহেদি মারুফ (১২ লাখ), সোহাগ গাজী (১২ লাখ), নাদিফ চৌধুরী (১২ লাখ), নাহিদুল  ইসলাম (৮ লাখ) এবং ফারদিন হোসেন এনি (৫ লাখ)।

বিদেশিঃ রবি বোপারা (১ লাখ ইউএস ডলার/ প্রায় ৮৪ লাখ টাকা), রাইলি রুশো (১ লাখ ইউস ডলার/ ৮৪ লাখ টাকা), বেনি হাওয়েল (৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ৪২ লাখ টাকা)

ঢাকা ডায়নামাইটসের ড্রাফট থেকে কেনা ক্রিকেটারদের দাম-

দেশিঃ রুবেল হোসেন (২৫ লাখ), নুরুল হাসান সোহান (১৮ লাখ), শুভাগত হোম (১৮ লাখ), রনি তালুকদার (১২ লাখ), মিজানুর রহমান (৮ লাখ), আসিফ হাসান (১২ লাখ), শাহাদত হোসেন রাজিব (৮ লাখ), নাইম শেখ (৫ লাখ) এবং কাজি অনিক (৫ লাখ)।

বিদেশিঃ ইয়ান বেল (৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ৪২ লাখ টাকা) ও অ্যান্ড্রু বির্চ (৩০ হাজার ইউএস ডলার/ প্রায় ২৫ লাখ টাকা)।

চিটাগং ভাইকিংসের ড্রাফট থেকে কেনা ক্রিকেটারদের দাম-

দেশিঃ আবু জায়েদ রাহি (২৫ লাখ), মোহাম্মদ আশরাফুল (১৮ লাখ), মোসাদ্দেক হোসেন (২৫ লাখ), রবিউল হক (৫ লাখ), ইয়াসীর আলী চৌধুরী (১২ লাখ), নিহাদ-উজ-জামান (১২ লাখ), সাদমান ইসলাম (১২ লাখ), নাইম হাসান (৫ লাখ)।

বিদেশিঃ ক্যামরন ডেলপোর্ট (৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ৪২ লাখ টাকা), দাসুন শানাকা (৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ৪২ লাখ টাকা)।

খুলনা টাইটান্সের ড্রাফট থেকে কেনা ক্রিকেটারদের দাম-

দেশি: জহুরুল ইসলাম (১৮ লাখ), তাইজুল ইসলাম (১৮ লাখ), মোহাম্মদ আল আমিন (১৮ লাখ), শুভাশিষ রায় (১৮ লাখ), জুনায়েদ সিদ্দিকী (১২ লাখ), তানভীর ইসলাম (৫ লাখ), শরিফুল ইসলাম (৫ লাখ) ও মাহিদুল অঙ্কন (৫ লাখ)।

বিদেশি: জহির খান (৫০ হাজার ইউএস ডলার/৪২ লাখ ডলার), শেরফান রাদারফোর্ড (৩০ হাজার ইউএস ডলার বাপ্রায় ২৫ লাখ টাকা), লাসিথ মালিঙ্গা (১ লাখ ৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা), ইয়াসির শাহ (৭৫ হাজার ইউএস ডলার/ প্রায় ৭৩ লাখ টাকা), ব্রেন্ডন টেলর (৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ৪২ লাখ টাকা)।

রজশাহী কিংসের ড্রাফট থেকে কেনা ক্রিকেটারদের দাম-

দেশি: সৌম্য সরকার (২৫ লাখ), ফজলে মাহমুদ রাব্বি (১৮ লাখ), আরাফাত সানি (১২ লাখ), আলাউদ্দিন বাবু (১২ লাখ), মার্শাল আইয়ুব (১২ লাখ), কামরুল ইসলাম রাব্বি (১৮ লাখ)।

বিদেশি: রায়ান টেন ডেসকাট (৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ৪২ লাখ টাকা), সিকুগে প্রসন্ন (৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ৪২ লাখ টাকা), মোহাম্মদ সামি (৩০ হাজার ইউএস ডলার/ প্রায় ২৫ লাখ টাকা), ইসুরু উদানা (৩০ হাজার ইউএস ডলার/ প্রায় ২৫ লাখ টাকা), লরি ইভান্স (৩০ হাজার ইউএস ডলার/ প্রায় ২৫ লাখ টাকা)।

সিলেটে সিক্সার্সের ড্রাফট থেকে কেনা ক্রিকেটারদের দাম-

দেশি: আফিফ হোসেন (১৮ লাখ), তাসকিন আহমেদ (১৮ লাখ), আল-আমিন হোসেন (১২ লাখ), অলক কাপালি (১২ লাখ), জাকের আলী অনিক (৮ লাখ), মেহেদি হাসান রানা (৮ লাখ), এবাদত হোসেন (৮ লাখ), তৌহিদ হৃদয় (৫ লাখ) এবং নাবিল সামাদ (৫ লাখ)।

বিদেশি: মোহাম্মদ ইরফান (৭৫ হাজার ইউএস ডলার/ প্রায় ৬৩ লাখ টাকা), গুলাবউদ্দীন নাইব (৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ৪২ লাখ টাকা), আন্দ্রে ফ্লেচার (৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ৪২ লাখ টাকা), নিকোলাস পুরান (৫০ হাজার ইউএস ডলার/ প্রায় ৪২ লাখ টাকা), ফাবিয়ান অ্যালেন (৩০ হাজার ইউএস ডলার/ প্রায় ২৫ লাখ টাকা), প্যাট ব্রাউন (২০ হাজার ইউএস ডলার/ প্রায় ১৭ লাখ টাকা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *