fbpx

প্রধানমন্ত্রীর হাত-পা ভেঙে দেয়ার হুমকি….

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের উপদেষ্টা ইগিত বুলুত হুশিয়ারি দিয়ে বলেছেন, এজিয়ান সাগরের বিরোধপূর্ণ ইমিয়া দ্বীপপুঞ্জে গ্রিসের কোনো কর্মকর্তা এমনকি দেশটির প্রধানমন্ত্রীও যদি পা রাখে তাহলে তার হাত-পা ভেঙে দেয়া হবে। আর এক্ষেত্রে ওই ব্যক্তি হোক প্রধানমন্ত্রী, হোক মন্ত্রী কিংবা কোনো সাধারণ কর্মকর্তা তা কোনোভাবেই বিবেচনায় নেয়া হবে না।

ওই উপদেষ্টা আরো বলেন, গ্রিসের কোনো কর্মকর্তারা এজিয়ান সাগরের বিরোধপূর্ণ ইমিয়া দ্বীপপুঞ্জে প্রবেশ করলে তুরস্কের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া দেখাবে যা কিনা আফরিনের চেয়ে আরো বেশি ভয়াবহ হবে। খবর বার্তা সংস্থা রাশা টুডের।

সম্প্রতি গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী সেখানকার বিরোধপূর্ণ দ্বীপগুলো পরিদর্শনের আগ্রহ প্রকাশ করার পর তুরস্ক এ প্রতিক্রিয়া দেখাল।

তুরস্ক ও গ্রিসের মধ্যে এজিয়ান সাগরের বেশ কয়েকটি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে। ১৯৯৬ সালে ওই দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধের জের ধরে একবার তো দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা পর্যন্ত দেখা দিয়েছিল।

কিন্তু গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী যদি বিরোধপূর্ণ দ্বীপগুলো পরিদর্শনে যান তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কেননা, তুরস্কের পক্ষ থেকে ইতোমধ্যে কঠিন হুশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *