fbpx

পূর্ব ঘোষিত রাষ্ট্রপতির অনুষ্ঠান মঞ্চে আগুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৫৭ বছর পূর্তি উপলক্ষে নির্মিত অ্যালামনাই অনুষ্ঠানের প্যান্ডেল আগুনে পুড়ে গেছে। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের উপস্থিত থাকার কথা ছিল।

২১ জুলাই, শনিবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে এই ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন  নিশ্চিত করেছে।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২২ জুলাই অনুষ্ঠানের প্রথম পর্বে বাকৃবির ৫৭ বছর উদযাপন উপলক্ষে দুপুর ১টায় অতিথিদের আসন গ্রহণ এবং দুপুর সাড়ে ৩টায় হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের

আগুন লাগার কারণে রাষ্ট্রপতির বাকৃবিতে যাওয়া বন্ধ হয়ে যাবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছাইফুল ইসলাম।

রাত ১২টা ২২ মিনিটে ছাইফুল ইসলাম প্রিয়.কমকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি আসার কথা, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। আগুন লেগে অনুষ্ঠানের প্যান্ডেলের পুরোটা পুড়ে গেছে। তবে কেউ আহত হয়নি।’

ছাইফুল ইসলাম বলেন, ‘রাত ১১টা থেকে ১২টার মাঝামাঝি সময়ে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। যে সময় আগুন লাগে, ওই সময় সবাই বাসায় চলে গেছিল। ফায়ার ব্রিগেডের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ‘

বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ এক শিক্ষক  জানান, প্যান্ডেলে জায়গা সংকট নিয়ে একটা ঝামেলা ছিল। ২১ জুলাই সন্ধ্যায় আয়োজক কমিটি সিদ্ধান্ত নেয় অ্যালামনাইদের স্ত্রী-সন্তানরা প্যান্ডেলে প্রবেশ করতে পারবেন। এর আগে স্ত্রী-সন্তানদের কেন প্যান্ডেলে প্রবেশ করতে দেওয়া হবে না, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ করেন কয়েকজন অ্যালামনাই।

https://currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *