fbpx

বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা পদত্যাগ করেছেন !

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা পদত্যাগ করেছেন। আজ শুক্রবার পদত্যাগপত্রটি বঙ্গভবনে পাঠিয়ে দেন ওয়াহহাব মিয়া।

সূত্র জানিয়েছে, আজ  প্রধান বিচারপতির নিয়োগের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাষ্ট্রপতি আবদুল হামিদ বরাবর পদত্যাগপত্র পাঠান। সন্ধ্যায় রাষ্ট্রপতির দপ্তর থেকে পত্রটি গ্রহণ করা হয়।

আজ শুক্রআর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি এম আবদুল হামিদ। আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্যগত কারণে ছুটিতে যাওয়ার পরে গত বছরের ১০ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পরে প্রধান বিচারপতির পদটি শূন্য ছিল।

আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা গত বছরের ৩ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসছেন।

অর্থসূচক/এসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *