fbpx

ট্রাম্প-কিম সামিটের জন্য ২৫০০ মিডিয়ার রেজিস্ট্রেশন

আগামী সপ্তাহে সিঙ্গাপুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হবে।

আর সে কারণেই বিশ্ব মিডিয়ার মনোযোগের কেন্দ্রে থাকবে ওই বৈঠক। খবর চ্যানেল নিউজ এশিয়ার।এদিকে ১২ জুনের ওই বৈঠক কভার করতে স্থানীয় ও আন্তর্জাতিক ২৫০০’র বেশি গণমাধ্যম রেজিস্ট্রেশন করেছে। সিঙ্গাপুরের যোগাযোগ ও অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।সাংবাদিকরা আন্তর্জাতিক মিডিয়া সেন্টার থেকে কাজ করবেন যেটি মারিনা বে এলাকার এফওয়ান পিট বিল্ডিংয়ে স্থাপন করা হচ্ছে।

আন্তর্জাতিক মিডিয়া সেন্টারের কয়েকটি সেকশন থাকবে। এরমধ্যে আলাদা করে ব্রডকাস্ট সেন্টার থাকবে। যেটি ১২ জুন সামিটের আয়োজক ব্রডকাস্টার মিডিয়াকর্প পরিচালনা করবে। আন্তর্জাতিক মিডিয়া সেন্টার তৈরির কাজ চলছে। সেখানে প্রায় দুই হাজার ওয়ার্কস্টেশন এবং ৫০টি মিডিয়া বুথ থাকবে। একইসঙ্গে সাংবাদিকরা সম্পূর্ণ বিনামূল্যে হাই-স্পিডের তারবিহীন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও একটি লাইভ ফিড ডিস্ট্রিবিউশন সিস্টেম থাকবে।

তাছাড়া সামিটের সবশেষ তথ্য জানাতে লাইভ রিপোর্ট করার জন্য সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের জন্য আলাদা জায়গা থাকবে। তবে এগুলো ফ্রিতে মিলবে না। মিডিয়াকর্পের বেঁধে দেয়া ফি দিয়ে আগে আসলে আগে পাবেন এই নীতিতে যারা বুকিং দেবেন কেবল তারাই এই সুবিধা পাবেন।আন্তর্জাতিক মিডিয়া সেন্টার ১০ জুন সকাল ১০টা থেকে ১৩ জুন রাত ১০ পর্যন্ত খোলা থাকবে।মিডিয়াকর্পের সিইও থাম লোক খেং বলেছেন, ওই ইভেন্ট কভার করার জন্য সাংবাদিকদের ‘সর্বোচ্চ সুবিধা ও সেবা’ দেয়ার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বলেন, এজন্য আমরা জনশক্তি ও টেকনিক্যাল বিশেষজ্ঞ এবং অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছি।

নির্দ্বিধায় এই ঐতিহাসিক অনুষ্ঠান সম্প্রচার করতে পেরে মিডিয়াকর্প ভীষণভাবে গর্বিত। কেননা এটি বিশ্ব শান্তির জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে সারা বিশ্বে বিবেচিত হবে। আন্তর্জাতিক মিডিয়া সেন্টারের কাজ চলছে

অন্যদিকে মঙ্গলবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, সেনটোসা দ্বীপের কাপেল্লো হোটেল উভয় নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে রোববার সাংরি-লা হোটেল ও কাপেল্লাকে হোটেলের আশপাশের এলাকাকে ট্রাম্প-কিম সামিটের বিশেষ অনুষ্ঠান এলাকা হিসেবে উল্লেখ করে সিঙ্গাপুর সরকার গেজেট প্রকাশ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *