fbpx

ছাত্রলীগের হামলায় আহত রাবি শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় আহত ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছে। এছাড়া তার পায়ের হাড় ভেঙে গেছে। মাথা ও পায়ে দুইটি অপারেশন করা হয়েছে। তারেক রামেকের ৩২ নং ওয়ার্ডে ভর্তি আছে। তবে এখনো সে আশঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তার।

এ বিষয়ে জানতে চাইলে কোটা সংস্কার কমিটির রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ তারেকের দায়িত্বে নিয়োজিত ডাক্তারের বরাত দিয়ে বলেন, ‘একটি পা ভেঙে গেছে। তবে মাথায়ও গুরুতর আঘাত লেগেছে। সিটি স্ক্যানের রিপোর্ট আসলে বিষয়টা আরও ক্লিয়ার হওয়া যাবে।’

কোটা আন্দোলনে পতাকা নিয়ে বিকেল ৪ টার দিকে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে থেকে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীরা প্রধান ফটকের সামনে পতাকা মিছিল করবে এই খবর পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান ফটকে অবস্থান করতে থাকে। এসময় তাদের হাতে লাঠি, জিআই পাইপ, হাতুড়ি, রড ইত্যাদি দেখা যায়।

এছাড়া সেখানে বিপুল সংখ্যক পুলিশ দাঁড়িয়ে ছিল। জাতীয় পতাকা হাতে আসে কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাদের দেখেই ধাওয়া দেয় ছাত্রলীগ সন্ত্রাসীরা। ফলে আন্দোলনকারীরাও পাল্টা ধাওয়া দেন। এসময় পুলিশও ছাত্রলীগের পেছনে দৌড়াতে থাকে।

কিন্তু পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করলে তারেক রাস্তায় পড়ে গেলে তাকে লাঠি, রড, হাতুরি দিয়ে মারধর করতে থাকে ছাত্রলীগ নেতারা। মারধরে বিশ্ববিদ্যালয় শাখার কোটা সংস্কার আন্দোলনকারী আহ্বায়ক মাসুদ মোন্নাফসহ অন্তত ১১ জন আহত হয়।

https://currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *