fbpx

করোনায় বিমানের লন্ডন-ম্যানচেস্টার ফ্লাইটও স্থগিত করলো বাংলাদেশ বিমান

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট সাতদিনের জন্য স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে থাকে। আপাতত সাতদিনের জন্য লন্ডন ও ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত করা হয়েছে। আগামী ২৯ মার্চ ঢাকা থেকে ওই দুই গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফিরে আসবে। এরপর এই সিদ্ধান্ত কার্যকর হবে।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ বিমান এ পর্যন্ত বিশ্বের ১৭টি রুটের সব ফ্লাইট স্থগিত করেছে। দ্বিতীয় মেয়াদে বাড়ানো সময়সীমা অনুযায়ী আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। আর শুধু লন্ডন ও ম্যানচেস্টার রুটে আগামী সাতদিন পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ থাকবে।

এর ফলে বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটেই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেল। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলও বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *