fbpx

ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়, শান্তির ধর্ম: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়। ইসলাম শান্তির ধর্ম। আমরা দ্বীনের শিক্ষা গ্রহণ করেছি। আমরা যদি আমাদের দেশটাকে সেফ (সুরক্ষা) করতে পারি সমাজটাকে সেফ করতে পারি, তবেই শান্তি।

শুক্রবার নারায়ণগঞ্জের বন্দরে কুতুববাগ দরবার শরিফের ওরস শরিফে মিলাদ মাহফিল ও দোয়ার আগে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, আমাদের পরিচয় কী এ পৃথিবীতে। আমাদের পরিচয় আমরা সন্ত্রাসী ও জঙ্গি। মুসলিম দেশের অধিবাসী বলে অনেক দেশে আমাদের ঢুকতে দেয়া হয় না। আমরা কি এতই ঘৃণিত? এতই নীচ?

বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা তুলে ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের সন্ত্রাসী বানাল কে? ইরাক তো সুন্দর দেশ ছিল। সেখানে তো সন্ত্রাসী ছিল না, জঙ্গিবাদ ছিল না। কেন ইরাককে ধ্বংস করা হলো। সিরিয়া ও ইস্তাম্বুলে জঙ্গি ছিল না, কেন সিরিয়াকে ধ্বংস করা হলো?

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির এমপি অ্যাডভোকেট সোহরাব হোসেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

ওরস মোবারক অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুতুববাগ দরবার শরিফের পীর জাকির শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *