fbpx

আমি কেন পরিচয়হীন…?

“”পরিচয়হীন””

চারপাশে কুকুরের আর্তনাদ
এই বুঝি ছিড়েঁ খাবে…
ওদের সাথে পাল্লা দিয়ে কাঁদছি আমিও
ধীরে ধীরে ক্ষীণকায় হয়ে আসছে
আমার সুর..
তবুও আশ-পাশে নেই কোনো জনমানবের চিহ্ন..
সতেরো ঘন্টার ছোট্ট এক মানব শিশু আমি..
পড়ে আছি ডাস্টবিনের ময়লায় স্তুপের এক কোনায়..
চারপাশে দুর্গন্ধের চাপাচাপিতে হৃদপিন্ড থেমে আসে..

কিন্তু কই.???
কাউকে তো পাইনে..!!

বেচে ফেরার নেশায় দু-হাত তুলে ডাকার ব্যর্থ চেষ্টা করে চলেছি অবিরাম..
তবু সে স্তুপের নিচে ঠাঁই পাইনে ডাস্টবিনের উপর অব্দি….

আমারো জন্ম পরিচয় আছে..
আছে “মা-বাবা'” আরো কত পরিজন..!!

কিন্তু,

কেউ ভালবাসে নি আমায়..!!
ভালবেসে বুকে জড়িয়ে ধরেনি একটিবার..

শুনেছি,

মা নাকি পরম স্নেহ-ভালবাসার এক মমতাময়ী নীড়..
কিন্তু,
কোথায় আমার সেই মা জননী..??
হাসপাতালের বেডে শুয়ে আজ যে
সে স্বস্তির নিশ্বাস ফেলে.!!
আমাকে এখানে ছুঁড়ে ফেলে দিয়ে
তার এত আনন্দ জাগে..!!

কোথায় আমার “জন্মদাতা.”.??
ডাস্টবিনে বসিয়ে-
আসছি-বলে
সেই যে কখন গেল..—-

আর তো ফেরে না সে…
যাবার সময় এক ফোঁটা চোখের জলও
পড়লো না তার..!!

“”মা-বাবা” বুঝি এমনি হয়.??

তবে,
কেন হে বিধাতা..?
না পাঠাতে আমায়..
ভালোই তো ছিলাম ওইপারে..

-হাজারো শিশুর জন্ম হয়েছে.
ভালবাসা পেয়েছে রাশি রাশি..

তবে..
আমার ঠিকানা কেন ডাস্টবিনে..??

“ছোট্ট শিশুর আর্তনাদে তুমিও কি বধির হয়ে আছে..?”

মাতৃগর্ভে জন্ম নিয়েও
আজ আমি কেনো ঠিকানাহীন..!!

“জন্ম-পরিচয়ের বাবা-মা থেকেও..

আমি কেন পরিচয়হীন..???

 

@@ এ.আর.এস @@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *