fbpx

অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

সোমবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১৩ মে) দুপুরে একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। ওই সমাবেশেই এ ধর্মঘটের ডাক দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু।

তিনি বলেন, ‘আজ বিকেল ৫টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল সোমবার থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট চলবে। একই সঙ্গে কোনো ধরনের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না।’

যুগ্ম আহ্বায়ক বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণার ৩২ দিন হয়ে গেল। প্রজ্ঞাপন জারি করতে এতো সময় লাগে না। অনেক সময় দিয়েছি আর নয়। সরকার ডেকেছিল আমরা গিয়েছিলাম। ৭ মে’র মধ্যে প্রজ্ঞাপন জারি করার কথা ছিল। তা হয়নি। সরকার আমাদের সাথে টালবাহানা করেছে।’

সংগঠনের আরেক যুগ্ম আহবায়ক রাশেদ বলেন, ‘সরকার দেশের সব ছাত্রসমাজকে প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছে। এটা নাটক ছাড়া আর কিছু নয়। এদেশের ছাত্র সমাজ নাটক প্রতিহত করতে জানে।’

এর আগে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। তারা বিক্ষোভ মিছিল নিয়ে মধুর ক্যান্টিন হয়ে হাজী মুহাম্মদ মহসীন হলের সামনে দিয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনের সড়ক হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর-কার্জন হলের ভেতরের রাস্তা দিয়ে কদম ফোয়ারা-মৎস্যভবন হয়ে শাহবাগ দিয়ে টিএসসিতে আসেন।

তবে কোটার বাতিলের প্রজ্ঞাপন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোটা নিয়ে যৌক্তিক সব সমাধানের চেষ্টা চলছে। এর প্রজ্ঞাপন নিয়ে আন্দোলনের হুমকি সমীচিন নয়। প্রধানমন্ত্রী বলেছেন কোটা থাকবে না। সেটাই ফাইনাল সিদ্ধান্ত। এ নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *