fbpx

আসছে লিপস্টিক লাভ অর অ্যাডিকশন

পত্রিকার পাতা উল্টালেই চোখে পড়ে নারী নির্যাতন ও ধর্ষণের খবর।

পথে কিংবা অফিস সর্বত্রই নারীরা হয়রানির শিকার হয়ে থাকেন। এ সমস্যা থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

এ বিষয়কে উপজীব্য করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লিপস্টিক লাভ অর অ্যাডিকশন।’ সিনেমাটি নির্মাণ করেছেন আফজাল হোসেন মুন্না।

এ স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ শুরু হয় চলতি বছরের ২০ এপ্রিল থেকে। ঢাকার মহাখালী ও বারিধারা ডিওএইচএসের বিভিন্ন স্থানে এর চিত্রধারণ করা হয়েছে।

লিপস্টিক লাভ অর অ্যাডিকশনে অভিনয় করেছেন অভিনেতা জয়রাজ। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিন রহমান, উজ্জল রহমান, ইবতেসাম মাহমুদ শ্যামা, সৈকত ইসলাম ও শিশুশিল্পী দিশাসহ আরও অনেকে।

নির্মাতা বলেন, ‘অনেক সময় আমরা সামাজিক অবস্থানের কারণে প্রতিবাদী হয়ে উঠতে পারি না কিংবা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবলেও অতি ক্ষমতাবানের ইশারায় সে আলো নিভে যায়।

সেখানে অপরাধীর বিবেককে নাড়া দেওয়ার অবস্থা থাকলে আমরা তাকে সেখানেই দাঁড় করাব।

তাতে করে হলেও সামাজিক মূল্যবোধের জায়গা থেকে অনেক অপরাধী ফিরে আসবে বা নিজেকে শোধরানোর কথা ভাববে।’

চলতি জুন মাসেই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পাবলিক লাইব্রেরিতে প্রদর্শনীর মাধ্যমে মুক্তি দিয়ে, পরবর্তী সময়ে ইন্টারনেটে দেওয়ার পরিকল্পনা আছে জানান নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *